• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিতে যাত্রী পারাপার স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ১৯:২০
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরিতে যাত্রী পারাপার স্বাভাবিক
যাত্রী পারাপার

কঠোর লকডাউনের চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। এই লকডাউনের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পন্যবাহী ট্রাক এবং জরুরি যানবাহন নদী পারাপার করার জন্য স্বল্প পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই সুযোগে ঢাকামুখি ও ঢাকা থেকে দক্ষিনাঞ্চলগামী ঘরমুখো যাত্রী, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল অতি সহজে ফেরি পারপার হচ্ছে প্রতিদিনই।

সোমবার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অবস্থান করে যাত্রীজট দেখা গেছে। সে সময় যাত্রীরা মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরিতে উঠার চেষ্টা করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, জরুরি যানবাহন নদী পারাপার স্বাভাবিক রাখতে মাত্র ৬টি ফেরি এ রুটে চলাচল করানো হচ্ছে। আর এই সুযোগে অনেক যাত্রী ও মোটর সাইকেল ফেরিতে উঠে যাচ্ছে।

তিনি বলেন, যাত্রীদের ফেরিতে উঠা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাত্রী বন্ধ করতে হলে ঘাট ইজারাদারের টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে। কারণ যাত্রীর টিকিট দিয়ে থাকেন ঘাট ইজারাদার।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ফিটনেসবিহীন ফেরি চলছে বছরের পর বছর, বাড়ছে দুর্ঘটনা
৭ ঘণ্টা পর দৌলতদিয়া নৌরুটে ফেরি চালাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
X
Fresh