• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে বেড়েছে শনাক্তের হার, আরও ১২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ০৯:০১
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে 
ফাইল ছবি

চট্টগ্রামের আবারও করোনা আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে প্রতিদিন। একই সঙ্গে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪৮ জন। এ সময় করোনায় ১২ জন মারা গেছেন।

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৮০ জন এবং বিভিন্ন উপজেলার ২৬৮ জন। উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে, লোহাগাড়ার ১৬ জন, সাতকানিয়ার ৭ জন, বাঁশখালীর ৯ জন, আনোয়ারার ৩ জন, চন্দনাইশের ৩০ জন, পটিয়ার ৪৩ জন, বোয়ালখালীর ৩৮ জন, রাঙ্গুনিয়ার ৩২ জন, রাউজানের ৪ জন, ফটিকছড়ির ১৪ জন, হাটহাজারীর ১০ জন, সীতাকুণ্ডের ১৭ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের ৩৩ জন রয়েছেন। মারা যাওয়া ১২ জনের মধ্যে ৪ জন নগরের বাসিন্দা, আর বাকি ৮ জন নগরের বাইরের বাসিন্দা।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে এয়াকুবনগর বস্তিতে আগুন
গরম বাড়তেই ঈদের পর ফের বেড়েছে তরমুজের দাম 
চট্টগ্রামে অয়েল মিলের আগুন নিয়ন্ত্রণে 
X
Fresh