• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে খুন

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ০৮:৩৭
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে খুন
যুবককে কুপিয়ে খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উকিল মৃধা (৪৫) নামে একজনকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উকিল মৃধা মনোহরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য তানিয়া খাতুনের স্বামী ও দামুকদিয়া গ্রামের রাশিদুল মৃধার ছেলে উকিল মৃধা (৪৫)। একই ঘটনায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হয়েছেন।

নিহতের স্ত্রী তানিয়া খাতুন বলেন, মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার (২৪ জুলাই) বিকেলে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষে ২ জন আহত হয়। এ নিয়ে রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, সেখানে প্রতিপক্ষরা হাজির না হওয়ায় থানা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উকিল মৃধা। পথে গ্রামের উত্তরপাড়ায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শনিবার (২৪ জুলাই) বিকেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে একদফা সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে ২ জন আহত হয়। এ ঘটনার জেরে প্রতিপক্ষের লোকজন উকিল মৃধাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ৩ টি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত উকিল মৃধার মরদেহ হাসপাতাল থেকে শৈলকুপা থানায় নেয়া হয়েছে। গ্রামটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দীর্ঘদিন ধরে মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝিনাইদহে মানবপাচার মামলায় ৩ জনকে যাবজ্জীবন 
ঝিনাইদহে ১২ গরুর মৃত্যুর পর অবৈধ সীসা কারখানা সিলগালা
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ঝিনাইদহে মাছচাষি হত্যায় ৫ জনের যাবজ্জীবন
X
Fresh