• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ৭

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ জুলাই ২০২১, ০৮:১৪
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ৭
গ্রেপ্তারকৃত আসামিরা

সিলেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ভুয়া সাংবাদিকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার এএসপি (মিডিয়া) সোমেন মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাবের সাইবার মনিটরিং টিম। এরই মধ্যে তাদের বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তুরুগাও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান, সিলেটের শাহপরাণ থানার পীরেরচক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলাউদ্দিন আলাল, গোলাপগঞ্জ উপজেলার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন, একই উপজেলার আওই (বানীড়গ্রাম) এলাকার মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ ও এয়ারপোর্ট থানার আটপিয়ারী গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না।

সোমেন মজুমদার জানান, গত ২২ জুলাই রাতে গ্রেপ্তারকৃতরা সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ক্যাম্পে আগুন লেগেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ায়। তাদের মধ্যে কথিত সাংবাদিক রয়েছে অন্তত ৪ জন। তারা ফেসবুক ভিত্তিক পেইজ সিলেটের সময় টিভি, সিলেট এন্টারটেইনমেন্ট এর মাধ্যমে গুজব ছড়ায়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় গুজব রটনাকারীদের গ্রেপ্তার করতে অভিযানে নামে র‌্যাবের সাইবার মনিটরিং টিম। পরে সিলেটের বিভিন্ন স্থান থেকে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসএমপির শাহপরাণ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, শিক্ষক কারাগারে
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh