• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আরটিভিতে সংবাদ প্রকাশের পর ভাঙন ঠেকাতে পদক্ষেপ নিলেন এমপি

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১৮:১৫
আরটিভিতে সংবাদ প্রকাশের পর ভাঙন ঠেকাতে পদক্ষেপ নিলেন এমপি
ভাঙন ঠেকাতে পদক্ষেপ নিলেন এমপি

যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর ও ভূঞাপুর উপজেলায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। নদী গর্ভে চলে যাচ্ছে একের পর এক ফসলি জমি, বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। হুমকিতে রয়েছে মসজিদ, মাদরাসা, হাটবাজারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে নদী ভাঙন নিয়ে আরটিভি নিউজে একাধিক সংবাদ প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে রোববার (২৫ জুলাই) ভূঞাপুর উপজেলার জিগাতলা ও কষ্টাপাড়া এলাকায় ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। তাৎক্ষণিক তিনি ভাঙন-রোধে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেন। এতে খুশি হন এলাকাবাসী।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ষষ্ঠ দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের পঞ্চম দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের চতুর্থ দিন আরটিভিতে যা দেখবেন
ঈদের তৃতীয় দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh