• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মমেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ জুলাই ২০২১, ১০:১২
মমেকের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার (২৫ জুলাই) সকালে আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

করোনা আক্রান্তে মৃতরা হলো ময়মনসিংহ সদরের নিতু (২৫), ঈশ্বরগঞ্জ উপজেলার আছিয়া (৭৫), সোহরাব উদ্দিন (৭২), মুক্তাগাছা উপজেলার আবুল হোসেন (৬২), শেরপুর নালিতাবাড়ী উপজেলার আফরোজা (৪০), নকলা উপজেলার খাদিজা বেগম (৬৫), নেত্রকোনা সদরের মমতা (৫৫), কবির (৩০), জামালপুর দেওয়ানগঞ্জ উপজোলার গোলাম আযম (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার রতন মিয়া (৪৭)।

উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন, ময়মনসিংহ সদরের রেনু বালা (৫৫), রুস্তম আলী (৭০), দীনেশ চন্দ্র দাশ (৮০), ত্রিশাল উপজেলার আবুল কাশেম (৪৫), নান্দাইল উপজেলার মাওলানা আবু সাঈদ (৭৫), শেরপুর শ্রীবর্দী উপজেলার সাজেদা বেগম (৫০) এবং গাজীপুর শ্রীপুর উপজেলার সাথিয়া (৪৫)।

ডা. মহিউদ্দিন খান মুন আরটিভি নিউজকে জানিয়েছে, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪৭৮ জন এবং আইসিইউতে ২১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬৯৯ টি নমুনা পরীক্ষায় আরো ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৪৮৫ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে জিপের ধাক্কা, বিদেশি শিক্ষার্থীর মৃত্যু
কিল-ঘুসিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
রাজধানীতে বাবার চড়ে ৫ বছরের শিশুর মৃত্যু
X
Fresh