Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ২২:৩৬
আপডেট : ২২ জুলাই ২০২১, ২৩:৪২

গানের তালে নাচতে গিয়ে ডুবে গেলো পিকনিকের নৌকা

পিকনিকের নৌকায় নাচানাচিতে ডুবে গেলো 
ফাইল ছবি

টাঙ্গাইলের বাসাইলের বাসুলিয়ায় ৩৮ জন যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা ডুবে গেছে। বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর আড়াইটার দিকে লঞ্চটি ডুবে যায়।

জানা গেছে, ঈদ উপলক্ষে জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৮ জন বন্ধু মিলে একটি পিকআপভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় (চাপড়া বিল) বেড়াতে যান। পরে তারা সেখানে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘুরেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়।

লঞ্চটিতে থাকা নূর আলম আরটিভি নিউজকে বলেন, ‘আমরা ৩৮ জন মিলে ঈদ উপলক্ষে পিকআপ ও সাউনন্ড সিস্টেম ভাড়া করে পিকনিক স্পর্ট বাসুলিয়ায় বেড়াতে যাই। সেখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্নস্থানে ঘোরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আর কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। তবে আমাদের ৩৫টি মোবাইল ফোন নৌকাটিতে রয়েছে।'

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। এঘটনায় সবাই উদ্ধার হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। তারপরও নৌকাটি উদ্ধারে কাজ চলছে।’

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS