• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শুক্রবার থেকে লকডাউন, ঘাটে মানুষের ভিড়

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ২০:৫৩
সকাল থেকেই লকডাউন, ঘাটে মানুষের ভিড়
ঘাটে মানুষের ভিড়

আগামীকাল শুক্রবার থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। এ কারণে ঢাকাগামী মানুষের ভিড় বেড়েছে শিবচরের বাংলাবাজার ঘাটে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ঘাট এলাকায় এই চিত্র দেখা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর থেকে ঘাটে ঢাকামুখী মানুষদের ভিড় শুরু হয়েছে। লঞ্চে মানুষ ও ফেরিতে যাত্রীবাহী ছোট যানবাহনের চাপ রয়েছে। সন্ধ্যা পর্যন্ত ছোট-বড় পরিবহন ও মানুষের ভিড় আরও বেড়ে যাচ্ছে। তবে বেশির ভাগই মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল।

ঢাকাগামী যাত্রী কামাল হোসেন আরটিভি নিউজকে বলেন, আগামীকাল থেকে আবারও লকডাউন শুরু হচ্ছে। এ কারণে ঢাকা চলে যাচ্ছি। যেতে মন চাচ্ছে না। এরপরেও চলে যেতে হচ্ছে বেঁচে থাকার জন্য।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, আজ সকাল থেকে নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। ঘাটে ঢাকাগামী মানুষের চাপ অনেক বেড়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সকাল থেকেই ভোটকেন্দ্র পরিদর্শনে বিদেশি পর্যবেক্ষকরা
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh