• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

উত্তরাঞ্চলে যাচ্ছে খালি বাস, টার্গেট যাত্রী নিয়ে ফেরা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুলাই ২০২১, ১৫:১৯
উত্তরাঞ্চলে যাচ্ছে খালি বাস, টার্গেট যাত্রী নিয়ে ফেরা
উত্তরাঞ্চলে যাচ্ছে খালি বাস

ঢাকা থে‌কে সারি সারি খা‌লি বাস যাচ্ছে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থে‌কেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌ক দিয়ে এসব খা‌লি বাস চলাচল কর‌তে দেখা গে‌ছে।

এ‌দি‌কে সরকার ঘো‌ষিত লকডাউন ২৩ জুলাই থে‌কে কার্যকর শুরু হওয়ায় ঈ‌দে বা‌ড়ি যাওয়া মানুষজন কর্মস্থলে ফির‌তে শুরু ক‌রে‌ছে অ‌নে‌কেই। তবে মহাসড়‌কে অন্যান্য প‌রিবহন চলাচল কম থাকায় ফাঁকা র‌য়ে‌ছে মহাসড়ক। তবে মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় বাসসহ অন্যান্য যানবাহনের চাপ দেখা গে‌ছে।

ক‌য়েক‌দিন আগ থে‌কে শুরু হওয়া ঈদের দিন সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ব্যাপক যানজট ও প‌রিবহ‌নের ধীরগ‌তি ছিলো। এ‌তে যানজ‌টে প‌ড়ে ঘরমুখি মানুষদের চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে মহাসড়‌কেই ঈদ কর‌তে হ‌য়ে‌ছে।

এরম‌ধ্যেই সরকা‌র ঘো‌ষিত লকডাউন শুরু হ‌বে আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) থে‌কে। ফ‌লে কর্মমুখী মানুষজন‌কে বৃহস্প‌তিবারই ঢাকায় ফির‌তে হ‌বে।

বাস চালকরা আরটিভি নিউজকে জানিয়েছে, শুক্রবার সকাল থে‌কে লকডাউন শুরু হ‌বে। তাই যারা ঈ‌দে বা‌ড়ি গে‌ছেন তারা ঢাকায় ফির‌বেন এই আশায় আমরা খা‌লি গা‌ড়ি নি‌য়ে যা‌চ্ছি যাত্রীর আশায়। যাত্রী নি‌য়ে রা‌তেই ঢাকার ফির‌বো।

মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদসস্যরা জানিয়েছেন, সকাল থে‌কে বা‌সের সংখ্যা বে‌শি মহাসড়‌কে। সবগু‌লোই বাস খা‌লি। বাসগু‌লো উত্তর ও প‌শ্চিমব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছে। এছাড়াও ব্যক্তিগত ও ছোট ছোট যানবাহন র‌য়ে‌ছে মহাসড়‌কে।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মো. শ‌ফিকুল ইসলাম আরটিভি নিউজকে ব‌লেন, মহাসড়ক পু‌রোটা ফাঁকা। ত‌বে ‌কিছু কিছু খালি বাস সেতু পারাপার হ‌চ্ছে। এছাড়া মহাসড়‌কে তেমন কোনো প‌রিবহ‌নের চাপ নেই।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন মানুষ
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
X
Fresh