• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবারও ঈদের দিন শোলাকিয়া মাঠ ছিল মানুষ শূন্য 

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২১, ১৩:১৯
এবারও ঈদের দিন শোলাকিয়া মাঠ ছিল মানুষ শূন্য 
শোলাকিয়া মাঠ

কিশোরগঞ্জের শোলাকিয়ায় চলমান করোনা পরিস্থিতির কারণে এবারও ঈদুল আজহার জামাত হয়নি। এর আগে জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এবারও ঈদ জামাত না করার সিদ্ধান্ত নেয়।

বুধবার (২১ জুলাই) সকালে ঈদের দিন শোলাকিয়া মাঠ ছিল মানুষ শূন্য।

জেলা প্রশাসন সূত্র জানায়, শোলাকিয়ায় ঈদের জামাতে লাখো মুসল্লির সমাগম ঘটে। করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাই স্বাস্থ্য-ঝুঁকিসহ বিভিন্ন দিক বিবেচনা করে শোলাকিয়া ঈদগাহ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এবারও ঈদুল আজহার জামাত বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে প্রশাসনের এ সিদ্ধান্তকে সমর্থন জানায় স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন আরটিভি নিউজকে বলেন, করোনার কারণে এবারেও শোলাকিয়া মাঠে নামাজ আদায় করতে পারলাম না। আমরা প্রতি বছর দুই ঈদের অপেক্ষায় থাকি নামাজ আদায় করবো বলে। কিন্তু অচেনা ভাইরাসের কারণে তা আর সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের উত্তর-পূর্ব কোণে নরসুন্দা নদীর পাশে শোলাকিয়া ময়দানের অবস্থান।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের দিন তরুণ-তরুণীর মারধর, মিম ফিরলেন শ্বশুরবাড়ি
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
ঈদের দিনেই শেষ বিল্লালের সুখের সংসার
ঈদের দিন বাংলা মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু
X
Fresh