• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় একদিনে করোনায় মারা গেল ১১ জন

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুলাই ২০২১, ১০:১৪
কুষ্টিয়ায় একদিনে করোনায় মারা গেল ১১ জন
ফাইল ছবি

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়াও ২৪ ঘণ্টায় আরো ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়ে এক লাফে ৪২.৪৩ শতাংশ হয়েছে।

তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আরটিভি নিউজকে জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডে করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ২৪২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৮০ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

তিনি আরও জানান, গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে এবং ১৫শ ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে ৪৪২ জনের মৃত্যু হলো।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা
ইতেকাফ অবস্থায় মারা গেলেন সাবেক ইউপি চেয়ারম্যান
X
Fresh