Mir cement
logo
  • ঢাকা শনিবার, ৩১ জুলাই ২০২১, ১৬ শ্রাবণ ১৪২৮

যানজটে হারিয়ে গেল ৭ বছরের শাওন! 

যানজটে হারিয়ে গেল ৭ বছরের শাওন! 

নাম শাওন। বয়স ৭ বছর। দাদা-দাদীর সঙ্গে ঈদ উদযাপন করতে গার্মেন্টস কর্মী বাবা-মায়ের সঙ্গে বাসযোগে গ্রামের বাড়ি রংপুর যাচ্ছিলো সে। আজ ভোর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় সকালে রওনা দিয়েও সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের বাসটি আশেকপুর বাইপাস এসে পৌঁছে। এসময় যানজটে থেমে থাকা বাস থেকে বাবা-মা'র সাথে নীচে নামে শাওন। এরপরই লোকজনের ভিড়ে হারিয়ে যায় সে। শিশু শাওনের বাড়ি রংপুরে। বাবার নাম আখিনুর রহমান।

আখিনুর রহমান জানান, আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। ছেলে শাওনসহ পরিবারের লোকজন নিয়ে রংপুর গ্রামের বাড়ি রওনা হন তিনি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাদের বাসটি আশেকপুর বাইপাস এসে পৌঁছে। এসময় যানজটে থেমে থাকা বাস থেকে বাবা-মা'র সাথে নীচে নামে শাওন। লোকজনের ভিড়ে হারিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর এখনো তাকে পাওয়া যায়নি।

এসএস

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS