• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে করোনায় সর্বোচ্চ মৃত্যু ১১ 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১১:০৮
মেহেরপুরে করোনায় সর্বোচ্চ মৃত্যু ১১ 
ফাইল ছবি

মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। অপরদিকে সোমবার (১৯ জুলাই) ভোর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের ১৫০টি বেডের বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা অনেক বেশি। অব্যাহত রোগীর চাপে বেসামাল হাসপাতাল কর্তৃপক্ষ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৯৫টি নমুনা পরীক্ষায় ১৬৪টি পজিটিভের মধ্যে সদরে ৬৩, গাংনী ৬৮ ও মুজিবনগর উপজেলায় ৩৩টি। এ নিয়ে জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ৯০৩।

এদিকে রোববার (১৮ জুলাই) ভোর থেকে সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার মধ্যে হাসপাতালে করোনা আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সদর উপজেলা উজলপুর গ্রামের জাফর উল্লাহ (৬৫), বামনপাড়ার আছেল উদ্দিন (৯৪), ফতেপুর গ্রামের রাহেলা খাতুন (৬০), চকশ্যামনগর গ্রামের রাহেলা বেগম (৭০) ঝাঁঝাঁ গ্রামের সোনিয়া খাতুন (২৫), আলমপুর গ্রামের রাজিয়া খাতুন (৪৫), শহরের বাসস্ট্যান্ড পাড়ার খাদিজা বেগম (৫৫), মুজিবনগরের ইসলামপুর গ্রামের ফরিদা খাতুন (৫০), গোপালপুর গ্রামের শাখয়াত হোসেন মাস্টার (৭০), গাংনীর সাংবাদিক মজনুর রহমান আকাশের মা কুঞ্জনগর গ্রামের মালেকা খাতুন (৭৫) ও সিদুরকোটা গ্রামের খাদিজা খাতুন (৫৫)।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
মেহেরপুরে মুজিবনগর দিবসে বিশেষ আয়োজন 
মেহেরপুরে পেঁয়াজ, রসুন ও আদার দাম বৃদ্ধি, ক্রেতা নেই সবজির 
X
Fresh