• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বরিশালের ৬ উপজেলায় ঈদুল আজহা পালিত হচ্ছে

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২১, ১০:৫৯
বরিশালের ৬ উপজেলায় ঈদুল আজহা পালিত হচ্ছে
প্রতীকী ছবি

বরিশালের ৬ উপজেলার বেশ কিছু গ্রামে পবিত্র ঈদুল-আজহা পালিত হচ্ছে। এ সকল গ্রামে বসবাসরত চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বরিশালের ৬ উপজেলার ১০ হাজারের অধিক মানুষ ঈদের জামাতে অংশ নেয়। বরিশালের বাবুগঞ্জ, হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, সদর উপজেলা ও মহানগরীর অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদুল আজহা উদযাপন করছে।

বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, হরিনাফুলিয়া সহ সদর উপজেলার সাহেবের হাট এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে তারা আল্লার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেছে।

নগরীর তাজকাঠি এলাকার হাজী বাড়ি জামে মসজিদে সভাপতি আমীর হোসেন মিঠু আরটিভি নিউজকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ চট্টগ্রামের অর্ধশত গ্রামে পালিত হচ্ছে ঈদ 
যে দুটি দেশে আজ পালিত হচ্ছে ঈদ
এইচএসসি পরীক্ষা যে সময়ে হতে পারে
X
Fresh