• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মহাসড়কে রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাপ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ২১:২৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: রাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গাড়ির চাপ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বাড়ছে গাড়ির চাপ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। সোমবার ভোরে (১৯ জুলাই) সড়কটির পৌলি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা ১২টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। কিন্তু সোমবার সন্ধ্যার পর থেকেই যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। রাত যতই গভীর হচ্ছে গাড়ির সারি ততই দীর্ঘ হচ্ছে।

এদিকে যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে জেলা পুলিশের ৬৩০ জন সদস্য এবং হাইওয়ে পুলিশের ২০০জন সদস্য কাজ করে যাচ্ছে।

মহাসড়কের বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত আরটিভি নিউজকে বলেন, ভোরে যানবাহনের চাপ থাকলেও সকালের পর থেকে তা স্বাভাবিক হয়। দিনভর স্বাভাবিক গতিতে যান চলাচল করলেও সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বাড়ছে।

এমআই /পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় শিলাবৃষ্টির আভাস
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
X
Fresh