• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ১১:৩৪
বঙ্গবন্ধু সেতুতে সর্বোচ্চ টোল আদায়
ফাইল ছবি

ঈদের আর মাত্র ১ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদুল আযহা উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এতে করে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। যার প্রভাব পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। এর ফলে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৩৯ হাজার ৪৮১টি যানবাহন পারাপার হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর মধ্যে সবচেয়ে উত্তরবঙ্গগামী যানবাহন বেশি পারাপার হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর দিয়ে ঢাকাগামী ১৯ হাজার ৬২৮টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ৮৫৩টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০টাকা।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পার
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট স্ট্রোকে একজনের মৃত্যু
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৭ ডিগ্রি
X
Fresh