• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২১, ০৮:৪১
অতিরিক্ত যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ধীরগতি

ঈদ যতই ঘনিয়ে আসছে ততই সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে।

সোমবার (১৯ জুলাই) ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির সৃষ্টি হয়। এ ধীরগতি মাঝে মধ্যে যানজটে রূপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদে ঘরে ফেরা ২২ জেলার মানুষ ও গরু ব্যবসায়ীরা।

ঢাকা থেকে দিনাজপুর গামী বাসের যাত্রী রিয়াদ হোসেন আরটিভি নিউজকে জানান, রোববার (১৮ জুলাই) রাতে বাসে উঠেছি। এখন সকাল ৮টা বাজে এখনও হাটিকুমরুল গোলচত্বর পাইনি। কখন বাড়ি পৌঁছাবো ঠিক নেই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন আরটিভি নিউজকে জানান, নলকা সেতু ও যানবাহনের অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হচ্ছে। আবার ধীরগতি থেকে কখনও যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি
এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা : মাউশি
শিশুখাদ্যে অতিরিক্ত চিনির বিষয়টি ব্যাখ্যা দিলো নেসলে
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
X
Fresh