• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘কোরবানির হাটে চাঁদাবাজি করলে কোন ক্ষমা নয়’

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ১৯:৫২
‘কোরবানির হাটে চাঁদাবাজি করলে কোন ক্ষমা নয়’
পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন, পশুর হাটে যে কোনো ধরনের চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পশুর হাটে চাঁদাবাজি করলে ক্ষমা করা হবে না। অনলাইনের পশু ক্রেতারাও যাতে পশু কিনতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে পুলিশকে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৭ জুলাই) বিকেলে পিরোজপুরের নাজিরপুরের দিঘীরজান পশুরহাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তাদের ব্যবসায় যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করেন তিনি।

এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ঈদ বকশিশের নামে চলছে চাঁদাবাজি
গরুর মাংস ৫০০ টাকার কমে বিক্রি সম্ভব : ভোক্তার ডিজি
চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক
চাঁদাবাজির সময় র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
X
Fresh