• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে লাভজনক দামে গরুর বেচা-কেনা

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৭ জুলাই ২০২১, ১২:৪০
সিরাজগঞ্জে লাভজনক দামে গরুর বেচা-কেনা
ফাইল ছবি

সিরাজগঞ্জের লাভজনক দামেই বিক্রি হচ্ছে গরু। এতেই খুশি হচ্ছে গরু খামারীরা। সিরাজগঞ্জের হাটগুলোতে পর্যাপ্ত পশু উঠেছে। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জনসমাগমের সৃষ্টি হয়েছে। মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি।

কামারখন্দ উপজেলার ঝাঐল গ্রামের খামার বেলাল হোসেন আরটিভি নিউজকে জানিয়েছে, প্রতি বছর কয়েকটি গরু মোটাতাজাকরণ করেন তিনি। তার গরুর মধ্যে একটি গরু দুই লাক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি হয়। লাভজনক দাম পাওয়ায় খুশি তিনি।

বেলকুচি উপজেলার তামাই গ্রামের ক্রেতা হাজী গাজিয়ার আরটিভি নিউজকে বলেন, এক লক্ষ ৫৪ হাজার টাকায় কোরবানির জন্য গরু কিনেছেন। দাম হাতের নাগালের মধ্যেই রয়েছে।

এছাড়া বেলকুচি উপজেলার সমেশপুর হাটে প্রচুর গরু ছাগলের আমদানি হয়েছে। বেচা- কেনার সাথে এই হাটে জনসমাগম ছিল অনেক। স্বাস্থ্যবিধি ছিল অনেকটাই উপেক্ষিত। অধিকাংশ মানুষের মুখে ছিলো না মাস্ক।

এ কারণেই জেলায় করোনার সংক্রামনের হার বেড়েই চলেছ। স্বাস্থ্যবিধি মানাতে হাট কমিটির পক্ষ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে এসব বিষয় অস্বীকার করে হাট কমিটির সদস্য আব্দুল হাকিম আরটিভি নিউজকে জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করা হচ্ছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় অপহৃত শিশু সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ 
সেতু ভেঙে ভোগান্তি, ঝুঁকি নিয়ে চলাচল  
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
X
Fresh