• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

স্বাভাবিক হয়নি বঙ্গবন্ধু সেতু পশ্চিমের যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ২০:৫৩
স্বাভাবিক হয়নি বঙ্গবন্ধু সেতু পশ্চিমের যানজট
স্বাভাবিক হয়নি বঙ্গবন্ধু সেতু পশ্চিমের যানজট

রাতেও স্বাভাবিক হয়নি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমে মহাসড়কের যানজট। শুক্রবার রাত সাড়ে ৮টায় ঝাঐল ওভারব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার ভোর রাত থেকে শুরু হওয়া এ যানজট কখনও ধীরগতির সৃষ্টি হয়। সড়কেই কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও গরু ব্যবসায়ীরা।

জয়পুরহাটগামী হানিফ পরিবহনের যাত্রী আশিক সরকার জানান, আজ শুক্রবার সকালে গাবতলী থেকে গাড়ি ছাড়লেও এখন পর্যন্ত হাটিকুরুল গোলচত্বর পাইনি। কখন গন্তব্যে পৌঁছাবো তার ঠিক নেই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, যানবাহনের অতিরিক্ত চাপ ও ত্রুটিপূর্ণ নলকা সেতুর কারণে ধীরগতির সৃষ্টি হচ্ছে। এ ধীরগতি কখনও যানজটের রূপ নিচ্ছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জের মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ, নেই ভোগান্তি
সিরাজগঞ্জের মহাসড়কে বাড়ছে ঢাকামুখী যানবাহনের চাপ 
স্বস্তির ঈদযাত্রা, ফাঁকা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
বঙ্গবন্ধু সেতুতে ৯ হাজার ৩২৪ মোটরসাইকেল পারাপার
X
Fresh