• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী, সেবা দিতে হিমশিম চিকিৎসকরা

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ১৯:২৫
ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী, সেবা দিতে হিমশিম চিকিৎসকরা
সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল

করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিহ্নিত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১০০টি শয্যা থাকলেও ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে। রোগীদের চিকিৎসাসেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সিলেট শামসুদ্দিন হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন (৭) সাতজন। এরমধ্যে ছয়জন রোগী করোনা পজিটিভ বাকি একজনের করোনার উপসর্গ রয়েছে।

হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১০৬ জন রোগী। এর মধ্যে ৮৬ জন করোনা পজিটিভ। আর ২০ জন রোগীর করোনার লক্ষণ রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৬ জন রোগী।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই এমনটা করতে হচ্ছে।

হাসপাতালের চিকিৎসকরা বলছেন, সিলেটের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। সকলকে সচেতনতার মাধ্যমে বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে। নয়তো পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯৮ নমুনা পরীক্ষা করে নতুন ৫৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪ দশমিক ৯৯ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জনের মৃত্যু হয়েছে।
এসআই/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাঙ্ক্ষিত সেবা দিতে বিটিআরসির সিদ্ধান্ত
দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে বিটিসিএলের সিদ্ধান্ত
X
Fresh