• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ১৮:৩৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে যানজট

ঈদুল আজহায় শেকড়ের টানে বাড়ি ফিরছে মানুষ। এতে করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া যানজট কমলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

চালকরা জানান, ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনে যানবাহন চলাচল করলেও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত দুই লেনে চলাচল করতে হচ্ছে। ফলে চার লেনের যানবাহন দুই লেনে চলাচল করায় থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। ধীরগতিতে চলতে হচ্ছে। এছাড়াও ঢাকাগামী গরুবাহী ট্রাক স্বাভাবিক গতি থেকে অনেকটা কম গতিতে যাচ্ছে।

এদিকে যানবাহনের ধীরগতি ও থেমে থেমে যানজটের কারনে চালক ও ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক গরু।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। গরুবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এ কারণে এলেঙ্গার পর থেকে সেতুর দিকে যানবাহনের ধীরগতি রয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh