• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২১, ১৭:১১
বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি
বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকায় ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়।

পরে এলাকাবাসীর সহায়তায় ২৪টি গরু জীবিত এবং একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ছয়টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, ঈদ উপলক্ষে গরুভর্তি একটি ট্রলার সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। বাল্কহেডটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিল। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছয়টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় থাকায় সেগুলো উঠতে পারেনি।
এসআই/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় বাল্কহেডে অভিযান, ৪ সুকানি আটক
মোংলায় ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উত্তোলন শুরু
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈদে বাল্কহেড-স্পিডবোট চলাচল নিয়ে যে সিদ্ধান্ত হলো
X
Fresh