• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বগুড়ায় একদিনে ক'রোনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২১, ১২:৪২
বগুড়ায় একদিনে করোনায় ১৪ জন প্রাণ হারিয়েছেন
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। করোনায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন বগুড়ার বাকি একজন জয়পুরহাট জেলার।

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার (১৪ জুলাই) সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলেন, বগুড়া সদরের হোসনে আরা(৪৫), দুপচাঁচিয়ার আজম খান(৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০), শাজাহানপুরের জোসনা আরা (৫৮) এবং জয়পুরহাটের মজিদা বিবি (৬৫)।

এদের মধ্যে মজিদা বিবি টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৪ জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৫৩টি নমুনা পরীক্ষায় ১৯২জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪.৭১ শতাংশ। এদের মধ্যে সদরের ১১৪, শেরপুরের ১৪, গাবতলীতে ১২, শিবগঞ্জে ১১, ধুনটে ৮, শাজাহানপুরে ৮, নন্দীগ্রামে ৬, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৫, কাহালুতে ৩ এবং সোনাতলায় একজন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৪২জন।

এদিকে মঙ্গলবার (১৩ জুলাই) বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০১জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১৩ নমুনায় ৪ জনের এবং এন্টিজেন পরীক্ষায় ২১০ জনের মধ্যে ৬৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮ নমুনায় ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

বুধবার (১৪ জুলাই) সকালে অনলাইন ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এ সময় জেলায় নতুন করে আরও ১৯২ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল কর্তৃপক্ষ করোনা উপসর্গ নিয়ে এই দুই হাসপাতালে চিকিৎসাধীন ৯ জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৩৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪৯ জন এবং ৪৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ হাজার ৯৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
একদিনে সড়কে ঝরল ১৮ প্রাণ
পদ্মা সেতুতে একদিনে টোল আদায়ে রেকর্ড
X
Fresh