• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বাগেরহাটে অজ্ঞাত রোগে আক্রান্ত বাগদা চিংড়ি (ভিডিও)

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

বাংলাদেশের অন্যতম রপ্তানি খাত সাদাসোনা খ্যাত বাগেরহাটের বাগদা চিংড়ি ঘেরগুলোতে হঠাৎ করেই দেখা দিয়েছে অজানা রোগ। এতে গেলো দু' সপ্তাহ ধরে জেলার প্রায় কয়েক হাজার ঘেরের অধিকাংশ চিংড়ি মারা গেছে। প্রতিনিয়ত এ সংখ্যা বেড়েই চলেছে।

মৌসুমের শুরুতেই, কোন কারণ ছাড়াই চিংড়ি মরে লাল বর্ণ ধারণ করে ভেসে উঠায় শঙ্কায় পড়েছেন চিংড়ি চাষিরা।

তাদের অভিযোগ, এমন দুরবস্থার মধ্যেও মৎস্য বিভাগের পক্ষ থেকে কোন পরামর্শ দেয়া হচ্ছে না।

জেলা চিংড়ি চাষি সমিতি, আহ্বায়ক, ফকির মহিতুল ইসলাম সুমন জানান, চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিয়ে চিংড়ি চাষ করায় এবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চিংড়ি চাষিরা।

অন্যদিকে বাগেরহাট, চিংড়ি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রাবিকুল ইসলাম জনান, আক্রান্ত চিংড়ি সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের চেষ্টা চলছে।

এ অবস্থায় চিংড়ি শিল্পকে বাঁচাতে সরকার কার্যকরী পদক্ষেপ নেবে বলে আশা করছে ভুক্তভোগীদের।

আরকে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh