• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় কাজ করছে গোয়েন্দা পুলিশ (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ২৮ এপ্রিল ২০১৭, ১৩:১৪

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় কাজ শেষ করেছে বোম ডিসপোজাল ইউনিট। বাড়িতে এখন কাজ করছে গোয়েন্দা পুলিশ। তবে মরদেহ উদ্ধার করা হয়নি। বাড়িতেই রয়েছে ৪ জঙ্গির মরদেহ।

শুক্রবার সকালে বোম ডিসপোজাল ইউনিট কাজ শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মাহবুব আলম খান জানিয়েছিলেন, দিনের যেকোনো সময়ে মরদহ উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। এর আগে বোম ডিসপোজাল’র একটি টিম পুরো বাড়ি তল্লাশি করে দেখবে কোনো বিস্ফোরক আছে কিনা। বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

বাড়িটিতে কী ধরনের অস্ত্র ও বোমা পাওয়া গেছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যান বলে পুলিশ জানায়।

এর আগে ওই জঙ্গি আস্তানা থেকে ২ জনকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে একজন নারী ও অন্যজন শিশু। উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও এর আগে তিনি জানিয়েছিলেন।

বৃহস্পতিবার সকালে অভিযান শুরুর পর থেকে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। ঘটনাস্থলের আশপাশের প্রায় ৫শ’ গজের ভেতর কাউকে যেতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে বুধবার ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় ওই বাড়িটি ঘিরে রাখে। রাতে অভিযানে বিরতি ঘোষণা করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh