• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সেনাবাহিনী দেখে জামাইকে রেখে পালালো সবাই

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ জুলাই ২০২১, ১৮:০২
সেনাবাহিনী দেখে জামাইকে রেখে পালালো সবাই
জামাইকে রেখে পালালো সবাই

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে লকডাউনের বিধিনিষেধ অমান্য করে বিয়ে আয়োজনের সংবাদে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

রোববার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর সদস্যদের দেখেই বরকে রেখে পালিয়ে যান অতিথিসহ বাড়ির লোকজন।

স্থানীয় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, বিধিনিষেধ অমান্য করে ইউনিয়নের সফরপুর গ্রামের ছলিম উদ্দিন মুন্সি বাড়ির হেদায়েত উল্লাহর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। এই সংবাদ পেয়ে টহলরত সেনা সদস্যদের নিয়ে এসিল্যান্ড সেখানে অভিযান চালান। এ সময় বিয়ে বাড়িতে সেনা সদস্যদের দেখে বরযাত্রী ও আগত অতিথিরা দিক-বিদিক ছুটোছুটি করে পালিয়ে যান। পরে স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করে মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

এ ঘটনার বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন, লকডাউনের নিয়ম না মেনে মানুষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে। এটি কখনোই কাম্য নয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেসব ক্রিকেটারকে সেনাবাহিনীর ট্রেনিংয়ে পাঠাচ্ছে পাকিস্তান
বিজ্ঞাপন দেখে মেডিকেলে ভর্তি, ৪২ শিক্ষার্থীর স্বপ্নপূরণ অনিশ্চিত
ম্যাজিস্ট্রেট দেখে ৫০০ টাকার তরমুজ ২০০ টাকায় বিক্রি 
ফেসবুকে ভিডিও দেখে বাংলাদেশি তরুণকে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার
X
Fresh