• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধর

নেত্রকোনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জুলাই ২০২১, ১৩:৪১
নেত্রকোনায় মুক্তিযোদ্ধার স্ত্রীকে মারধর
ফাইল ছবি

নেত্রকোনায় জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বীর মুক্তিযোদ্ধা মৃত হাসিম উদ্দিনের স্ত্রীর ওপর মারধরের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে মুক্তিযোদ্ধা স্ত্রী মোছা. চাঁন বানু। জিডি নং-২৬০।

লিখিত অভিযোগে জানা যায়, সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের হইডহর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন মারা যাওয়ার পর তার স্ত্রী চাঁন বানুর সঙ্গে একই গ্রামের মো. ইছাক মিয়া ও মো. আলম মিয়ার জমি ও পারিবারিক কলহ চলে আসছিল। এরই জের ধরে গত ৩ জুন চাঁন বানুকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে তারা। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তবে সুযোগ পেলে তাকে মেরে ফেলার হুমকি দেন অভিযুক্তরা।

এ অবস্থায় চাঁন বানু জীবনের নিরাপত্তা চেয়ে মডেল থানায় মো. ইছাক মিয়া ও মো. আলম মিয়ার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে তিনি দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার সাকের আহম্মেদ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্যটকদের মারধর, এএসপি বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
ঈদের দিন তরুণ-তরুণীর মারধর, মিম ফিরলেন শ্বশুরবাড়ি
X
Fresh