• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নি'হত ১

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২১, ১১:৩০
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নে সিএনজিচালিত অটোরিকশা ও মাটিবাহী হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. রাসেল (৩৫) নামের এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।

বুধবার দিনগত রাত ২টার দিকে আলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেল বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে কঠোর লাকডাউনে প্রতিষ্ঠান বন্ধ থাকায় বুধবার বাড়ির উদ্দেশে রওনা দেন রাসেল। রাতে জেলা শহর মাইজদী থেকে একটি সিএনজিযোগে তার ছোট ভাইসহ হাতিয়ার দিকে যাচ্ছিল তারা। রাত দুইটার দিকে তাদের সিএনজিটি আলী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় রাসেল। এসময় তার ছোট ভাই ও সিএনজিচালক আহত হয়েছে। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতার
X
Fresh