• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লাখ টাকার ছাগল

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ জুন ২০২১, ১০:৩২
লাখ টাকার ছাগল

গরু নয় ছাগলের দাম লাখ টাকা, ওজনেও ৭০-৮০ কেজী। উচ্চতায়ও অনেক বড়। নতুন জাতের এই কাশ্মীরি ছাগল এখন বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে নীলফামারীতে।
জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের যুবক রতন চক্রবর্তী (৩৪) প্রাথমিকভাবে এ জাতের আটটি ছাগল দিয়ে খামার শুরু করেছেন। যদিও এর আগে তিনি দেশীয় জাতের ছাগল পালন করেছেন।

রতন জানান, ২০১৩ সালে সৈয়দপুরের ঐতিহ্যবাহী ঢেলাপীর হাটে ৮০ কেজি ওজনের একটি ছাগল তার নজর কাড়ে। টাকার অভাবে সেদিন তিনি পছন্দের ছাগলটা কিনতে পারেননি। ওই বছরেই নিজের জমানো ৩৮ হাজার টাকা দিয়ে এক মণ ওজনের একটি কাশ্মীরি জাতের ছাগল কেনেন। ধীরে ধীরে দেশি জাতের ছাগল বিক্রি করে বাড়াতে থাকেন কাশ্মীরি জাতের ছাগল। শখের বশে শুরু করলেও এখন তিনি বাণিজ্যিকভাবে কাশ্মীরি জাতের ছাগল পালন করছেন।
তিনি আরও জানান, এ জাতের ছাগল বাণিজ্যিকভাবে চাষে বড় সমস্যা হলো প্রজনন প্রক্রিয়া। সৈয়দপুর গিয়ে পুরুষ ছাগলের বীজ দিতে হয়। এখন তিনি নিজেই পুরুষ ছাগল সংগ্রহ করে পালন করার উদ্যোগ নিয়েছেন। একটি ছাগল এক সঙ্গে দুটি বাচ্চা দেয়। মা ছাগল এক সঙ্গে দুই থেকে আড়াই কেজির মতো দুধ দেয়।

প্রাপ্তবয়স্ক একটি ছাগলের ওজন হয় ৭০-৮০ কেজি। প্রতিটি ছাগল বিক্রিও হয় লাখ টাকায়।
তিনি জানান, গত কুরবানীর ঈদে তিনি ১ লাখ ৬৫ হাজার টাকায় দুটি ছাগল বিক্রি করেছেন। একটি ছাগলের ওজন ছিল ৮২ কেজি এবং আরেকটির ওজন ৭৫ কেজি। ঢাকা থেকে ক্রেতা এসে তার বাড়ি থেকে ছাগল দুটি কিনে নিয়ে যায়। এবার ঈদে বিক্রির জন্য তিনি চারটি ছাগল পালন করেছেন।
কাশ্মীরি জাতের ছাগলের ভূষি, ভুট্টার গাছ খুব পছন্দ। উঁচু স্থান তথা চৌকির ওপর আরামে ঘুমায় এ জাতের ছাগল। আক্রমণাত্মক হওয়ায় সবসময় বেঁধে রাখতে হয়। ছাড়া পেলেই মানুষের খেত একবারেই নষ্ট করে দেয়। বড় ধরনের কোনো অসুখ না হলেও অসুখ লেগেই থাকে। ওষুধ দিলে আবার অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠে।
ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, এত বড় ছাগল আমি আগে কখনো দেখিনি। ছাগলগুলো দেখতে রতনের বাড়িতে ভীড় করে দর্শনার্থীরা। কাশ্মীরি জাতের ছাগল পালন লাভজনক হওয়ায় এই অঞ্চলের তরুণ উদ্যোক্তারা উৎসাহ পাবে।
ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোজাম্মেল হক জানান, কাশ্মীরি জাতের ছাগলগুলো অনেক বেশি ওজনের হয়। ছাগলগুলোর অসুখ হলে আমরা চিকিৎসা দেই। পিপিআই না হলে শুধু জ্বর, ক্ষুধামন্দা তেমন একটা প্রভাব ফেলতে পারে না।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নীলফামারীতে মাটি খুঁড়তেই মিলল রাইফেল-মাইন-মর্টারশেল
অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
নীলফামারীতে রেললাইনের ক্লিপ খোলার সময় আটক ২
বাবার দাফনে ছেলের বাধা
X
Fresh