• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রী হাওর পরিদর্শনে যাচ্ছেন রোববার

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ২৬ এপ্রিল ২০১৭, ১৬:৩৯

রোববার বন্যায় বিধ্বস্ত হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ বিতরণ ও জনসভা করার কথা রয়েছে। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, ত্রাণ বিতরণ ও জনসভার কথা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে এখনো সব চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসনের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের আলোচনা চলছে। আজ (বুধবার) সন্ধ্যা সাতটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা রয়েছে। এ সময় বিস্তারিত আলোচনা হবে।

গেলো ১৭ এপ্রিল সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি সুনামগঞ্জ এলাকায় একদিন ছিলেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ও করেন।

দেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে এবার পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বন্যা শুরু হয়। এতে ফসল ডুবে যাওয়ার পর সেখানে শুরু হয় মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণীর মড়ক। ক্ষতিগ্রস্ত হন কয়েক লাখ মানুষ।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
X
Fresh