• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শিবচরে ভোট কেনাবেচাকে কেন্দ্র করে শ্রমিক লীগ নেতা খু'ন

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১৫:১৬
শিবচরে ভোট কেনাবেচাকে কেন্দ্র করে শ্রমিকলীগ নেতা খুন
নিহত আবু বক্কর ফকির

মাদারীপুর শিবচরের মাদবচর ইউপি নির্বাচনে ৪নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্যের মধ্যকার সংঘর্ষে ছুরিকাঘাতে আহত শ্রমিক লীগ নেতা মারা গেছেন।

মঙ্গলবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা আজগর আলী মেডিকেলে মারা যান তিনি।

নিহত আবু বক্কর ফকির (৪০) মাদবরচর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ছুরিকাঘাতেই শ্রমিক লীগ নেতা নিহত হন বলে পুলিশ নিশ্চিত হন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (২১ জুন) শিবচরের ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগের দিন রাত ২টার দিকে মাদবরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী ইউসুফ সরদারের সমর্থকরা টাকার বিনিময়ে ভোট কিনতে একটি বাড়িতে প্রবেশ করে। এ সময় অপর মেম্বার প্রার্থী আজিজুল সরদারের সমর্থকরা ওই গ্রামে ভোট কেনাবেচা যাতে না হয় তার জন্য পাহারা দিচ্ছিলেন। ওই রাতে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে এ খবর পেয়ে আজিজুল সরদারের সমর্থক আবু বক্কর ফকির ছুটে আসেন। তখনই প্রতিপক্ষ ইউসুফ সরদারের সমর্থকরা ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা নেয়া হয়। সেখানে দু’দিন চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় সে মারা যায়।

এছাড়া কাদিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার (২১ জুন) দুপুরে চেয়ারম্যান প্রার্থী আলহাজ শাহ্ আলম তালুকদারের সমর্থক ও বিএম জাহাঙ্গীর হোসেনের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দাদন নৈবল, আবুল মাদবর, রাজিব মাদবর, হাসান মোল্লা, সোহেল আকন ও শাওন হাওলাদার আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যার পর ওই দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষে ঘটনা ঘটে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

অন্যদিকে বাঁশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী ফারুক বয়াতীর বাড়িতে গতকাল রাত ৯টায় নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী শুক্কুর আলী লপ্তির সমর্থকরা ধারালো দেশীয় শস্ত্র ও লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। এই খবর পেয়ে শিবচর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে মাদারীপুরের সহকারী (শিবচর সার্কেল) পুলিশ সুপার আনিসুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মনির সরদারসহ ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh