• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ৪ জনের মৃ'ত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২১, ১১:৪৬
ময়মনসিংহে মেডিকেলে করোনায় ৪ জনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, ময়মনসিংহ সদরে রেনু আক্তার (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫) এবং ফাতেমা বেগম (২৫), টাঙ্গাইলের ফজর আলী (৬০)। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন রোগীর মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনায় আক্রান্ত হয়ে ৪ জন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরে এদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে এবং অন্য ৩ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, বুধবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনা ইউনিটে ১৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১১ জন।

উল্লেখ, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের দেহে করোনা উপস্থিতি পাওয়া গেছে। করোনাভাইরাসের শনাক্তের হার ১৩.১১ শতাংশ। ময়মনসিংহ জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫০৯ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh