• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃ’ত্যু

আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ১৩:২৩
খুলনা বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় রের্কড মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় রের্কড মৃত্যু হয়েছে। করোনা ও করোনার উপসর্গ নিয়ে ২৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮৬৪ জন। একই সময় বিভাগে ৯৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত হলো ৪৬ হাজার ৯৭৫ জন।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় নয়জন, কুষ্টিয়ায় পাঁচজন, যশোরে চারজন, বাগেরহাটে চারজন এবং নড়াইলে তিনজন ও মেহেরপুরে দুইজন মারা গেছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, শুধু খুলনার ২৬৮, বাগেরহাট ৫৬, যশোর ২৫৩, সাতক্ষীরা ৮৬, নড়াইল ৪২, ঝিনাইদহ ৩০, মাগুরা ১৬, কুষ্টিয়া ১১৯, চুয়াডাঙ্গা ৮২ এবং মেহেরপুর ৪৬ জন শনাক্ত হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে খুলনা জেলা ও মহানগরীতে আজ মঙ্গলবার (২২ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে। এই লকডাউন চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। সকাল থেকে দোকানপাট, গণপরিবহন ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন।

এমআই/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh