• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে লকডাউন উপেক্ষা করে চলছে দূরপাল্লার বাস

টাঙ্গাইল দক্ষিণ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ জুন ২০২১, ১০:৫৮
টাঙ্গাইলে লকডাউন উপেক্ষা করে চলছে দূরপাল্লার বাস
ছবি: আরটিভি নিউজ

টাঙ্গাইল জেলায় কয়েকদিন ধরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইল থেকে ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস। এতে করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় কঠোর বিধি নিষেধ ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু কঠোর বিধি নিষেধ উপেক্ষা করে নতুন বাসটার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূর পাল্লার বাস।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে পৌর এলাকার নতুন বাসটার্মিনাল থেকে ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন গন্তব্যে দূর পাল্লার বাস ছেড়ে যায়। পরিবহন কর্মীরা বলেন, বাস বন্ধ করার কোন নির্দেশনা তারা পায়নি। তাই তারা গাড়ি চালাচ্ছে। এ দিকে কঠোর বিধি নিষেধের কারণে শহরের মার্কেট ও বিপণিবিতানগুলো বন্ধ রয়েছে। তবে কিছু কিছু ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজি বাইক চলাচল করছে।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আরটিভি নিউজকে বলেন, গাড়ি বন্ধের কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে ব্যবস্থাপনা নেয়া হবে।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
মায়ের বান্ধবীকে বিয়ে, অন্তরঙ্গ ছবি প্রকাশ করে যা লিখলেন বিরসা
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
স্বাক্ষর জাল করে ভুয়া কাবিননামা, কাজি-সহযোগী কারাগারে
X
Fresh