• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কর্ণফুলীতে ডুবে গেল পণ্যবাহী লাইটার জাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ২৩:২০
ফেইসবুক থেকে নেয়া জাহাজ ডুবির ছবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় তেলের ট্যাংকারকে ধাক্কা দিয়ে ডুবে গেছে পণ্যবাহী একটি লাইটার জাহাজ। সোমবার (২১জুন) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য নিয়ে মাঝিরঘাট এলাকার একটি ঘাটে ভেড়ানোর সময় তেলের ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ‘এমভি রুহুল আমিন খান’ ডুবে যায় বলে জানিয়েছেন নৌ পুলিশের ওসি মিজানুর রহমান।

সদরঘাট নৌ পুলিশের ওই কর্মকর্তা বলেন, পণ্যবাহী লাইটার জাহাজ ‘এমভি রুহুল আমিন খান’ মাঝিরঘাটে ভেড়ানোর সময় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। তেলবাহী জাহাজটি সেখানে নোঙর করা ছিল। ধাক্কা দেওয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এ সময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। তাঁরা এখন নিরাপদে আছেন।’

এ ঘটনায় ‘ওটি মিক হৃদয়-১’ নামের তেলবাহী জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনাস্থলে নৌ পুলিশের তৎপরতা রয়েছে।

চট্টগ্রাম বন্দরসচিব মো. ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনা কবলিত জাহাজটি উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh