• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলায় বিধিনিষেধ জারি

নেত্রকোনা সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ২১:৫৬
নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলায় বিধিনিষেধ জারি
ফাইল ছবি

নেত্রকোনায় করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় বিধিনিষেধ জারি করা হয়েছে।

স্ব স্ব উপজেলার নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত ই-মেইল বার্তায় রোববার (২০ জুন) রাত সাড়ে ১০টায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বিধিনিষেধ জারি করা হয়। যা সোমবার (২১ জুন) থেকে কার্যকর করা হয়েছে।

গণ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় গত কয়েকদিন যাবত করোনাভাইরাস আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে জেলা প্রশাসনের নির্দেশনায় নানা বিধিনিষেধ জারি করা হয়।

এদিকে উপজেলার সীমান্তবর্তী যে গ্রামগুলোতে সংক্রমণের সংখ্যা বেশি, সেখানে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এগুলো বাস্তবায়নের লক্ষে একাধিকবার মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

নেত্রকোনা জেলায় গত ২৪ ঘন্টায় মোট ১৮ জন করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় সবচেয়ে বেশি ৯ জন করোনা আক্রান্ত হয়েছে।


এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নববর্ষ উদযাপনে মানতে হবে যেসব বিধিনিষেধ
অভিনেতা পার্থসারথি দেব আর নেই
করোনায় আরও একজনের মৃত্যু
বার্ড ফ্লু থেকে আরেক মহামারির আশঙ্কা
X
Fresh