• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নাশকতার মামলা : বিএনপির ২৫ নেতাকর্মীর ৫ বছরের জেল

আরটিভি অনলাইন রিপোর্ট, গাইবান্ধা

  ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাশকতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ নেতা-কর্মীর প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার গাইবান্ধার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মইনুল হাসান ইউসুফ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৩০ নভেম্বর গোবিন্দগঞ্জে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে পঞ্চগড়গামী একটি বাসে ইট নিক্ষেপ করে ভাঙচুর করে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৫ নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।

আসামি পক্ষের আইনজীবী মনজুর মোর্শেদ বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছিল। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh