• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৮৩

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ জুন ২০২১, ০৮:৫১
কুষ্টিয়ায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৮৩
ফাইল ছবি

কুষ্টিয়ায় একদিনে আরও ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় মারা গেছেন ৭ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১৫৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৮ দশমিক ২৪ শতাংশ।

রোববার (২০ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়ার সিভিল সার্জন ও জেলা প্রশাসক অফিস।

জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ৮৩ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৩৮ জন, দৌলতপুরের ৫ জন, কুমারখালীর ৮ জন, ভেড়ামারার ৮ জন, মিরপুরের ১৪ জন এবং খোকসার ১০ জন রয়েছেন। মৃত ৭ জনের ৩ জন ভেড়ামারার এবং বাকিরা দৌলতপুর, কুমারখালী, খোকসা ও সদর উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত জেলায় ৫৬ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ৫৬ হাজার ১১০ জনের। নমুনা পরীক্ষার রিপোর্ট অপেক্ষমাণ রয়েছেন ৭৫৯ জনের। বর্তমানে কুষ্টিয়ায় মোট করোনা রোগীর সংখ্যা ১ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯১ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৫৭ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh