• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ৯৬

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ২১:৪৩
জয়পুরহাটে করোনায় মৃত্যু ৪, আক্রান্ত ৯৬
ছবি: আরটিভি নিউজ

জয়পুরহাটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যার সঙ্গে বেড়েই চলেছে মৃত্যু। এ জেলায় ১ দিনে ৯৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় ২৯ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন। জেলায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২১ জন।

রোববার (২০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী।

মৃতরা হলেন, জয়পুরহাট পৌর এলাকার শাপলা নগর মহল্লার আব্দুল ওয়াদুদ(৫৫), সদর উপজেলার কুঠিবাড়ী গ্রামের ছলেহা বেগম(৪৫), পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামের আব্দুস সামাদ (৮০) এবং আক্কেলপুর উপজেলার লক্ষিভাটা গ্রামের আব্দুল ওয়াদুদ (৬০)।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে ১১৩৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ২৫.১০ শতাংশ।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
X
Fresh