• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ক্রেনের চাকা ধ্বস, উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১৮:৫২
ক্রেনের চাকা ধ্বস, উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
ট্রেন লাইনে ক্রেন

পাবনার ভাঙ্গুড়া স্টেশনের কাছেই স্লিপার বদলের সময় ট্রেন লাইনে ক্রেন উল্টে যাওয়ায় উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ গেছে। রোববার (২০ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গুড়া স্টেশন মাস্টার মাজহারুল হক তালুকদার।

তালুকদার বলেন, স্টেশনের অদূরে ক্রেন দিয়ে রেল লাইনের পুরোনা স্লিপার সরিয়ে নতুন স্লিপার স্থাপনের কাজ চলছিল। পুরোনা স্লিপার একটি মালবাহী ট্রেনে ওঠানো হচ্ছিল। কাজ চলার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় দুপুর ২টার দিকে ক্রেনটির একটি চাকা ধ্বসে গিয়ে এটি রেল লাইনের ওপর উঠে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান বলেন, ভাঙ্গুড়া স্টেশনের কাছে ক্রেন উল্টে যাওয়ায় তা উদ্ধারের জন্য ঈশ্বরদী স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুপুরেই রওয়ানা হয়েছে।

উল্লেখ্য, এ সংবাদ লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৬টা রেল চলাচল বন্ধ ছিলো। তবে ক্রেনটি সরানোর কাজ চলমান রয়েছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেট্রোরেল চলাচল বন্ধ
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক চলাচল বন্ধ
যে কারণে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
আজ পোস্তগোলা সেতুতে যান চলাচল বন্ধ, শঙ্কা বাড়তি যানজটের
X
Fresh