• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১ হাজার

রাজশাহী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১৬:৩৪
রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত  ১ হাজার
ফাইল ছবি

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে ১ হাজার ২৩ জনের। এই এক দিনে বিভাগজুড়ে ১১ জনের প্রাণ নিয়েছে করোনা। এ পর্যন্ত বিভাগে করোনা ধরা পড়েছে ৪৭ হাজার ২৫৭ জনের। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৭২৬ জন।

রোববার (২০ জুন) দুপরে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ-বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৩৭৭, নওগাঁয় ২৩০, নাটোরে ১৪৫, চাঁপাইনবাবগঞ্জে ১০২, বগুড়ায় ৭৪, জয়পুরহাটে ৪৫, সিরাজগঞ্জে ২৭ এবং পাবনায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। এই একদিনে রাজশাহী ও বগুড়ায় ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং নওগাঁ, নাটোর ও জয়পুরহাটে ১ জন করে মারা গেছেন।

করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ হাজার ৬৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে এসেছেন ৩৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৪৮৪ জন করোনা রোগী। এ পর্যন্ত বিভাগে করোনা জয় করেছেন ৩৫ হাজার ৩১০ জন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্ন্যুৎপাত, ঘরছাড়া ১১ হাজার মানুষ
ভূঞাপুরে ১ হাজার কলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা
ভারত থেকে এলো ১ হাজার টন আলু
সাড়ে ৭ হাজার বর্গফুট ক্যানটিনের ভাড়া ১ হাজার টাকা কীভাবে, তদন্তের নির্দেশ
X
Fresh