• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাত থেকে নড়াইলে কঠোর লকডাউন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুন ২০২১, ১৩:১৫
রাত থেকে নড়াইলে কঠোর লকডাউন
ফাইল ছবি

নড়াইল জেলায় আজ রোববার রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্ত সাত দিনের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৯ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আবদুস শাকুর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, বঙ্গবন্ধু স্কোয়াডের সমন্বয়কারী মাহাফুজুর রহমান।

এ বিষয়ে রাতেই জেলা প্রশাসক প্রজ্ঞাপন জারি করেছেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলায় করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়াইল জেলা কমিটি সিদ্ধান্তের প্রেক্ষিতে করোনার ঝুঁকি মোকাবিলায় সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক রোববার রাত ১২টা থেকে ২৭ জুন পর্যন্ত কঠোর লকডাউন চলবে।

লকডাউন চলাকালে, সকল প্রকার মুদি দোকান, শপিংমল, রেস্তরাঁ ও চায়ের দোকান বন্ধ থাকবে। এসময় কাঁচাবাজার, মাছ ও ফলের দোকান প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। সকল প্রকার পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলা দূর পাল্লার যানবাহন বন্ধ থাকবে। এক্ষেত্রে ইজিবাইক, থ্রিহুইলারসহ সকল প্রকার যান্ত্রিক যানবাহন বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, জরুরি ক্ষেত্রে বাইরে আসতে হলে মাস্ক পরিধান বাধ্যতামূলক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোটের দিন লকডাউনের ডাক এবি পার্টির
X
Fresh