• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাগলা মসজিদের দান বাক্সে ২ কোটি ৩৩ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ২১:০৯
পাগলা মসজিদের দান বাক্সে ২ কোটি ৩৩ লাখ টাকা
ছবি: আরটিভি নিউজ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ধান সিন্ধুক থেকে প্রতিবারের মতো এবারও পাওয়া গেছে প্রায় দুই কোটি ৩৩ লাখ টাকা।

শনিবার (১৯ জুন) সকাল ৯টায় ৪ মাস ২৬ দিন পর মসজিদের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ জন ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তাদের উপস্থিতে কঠোর নিরাপত্তার মাধ্যমে খোলা হয় দান সিন্ধুক।

এ সময় বস্তা বন্দি করে মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনা কার্যক্রম। মাদরাসার ছাত্র, শিক্ষক ও ব্যাংক কর্মকর্তারা সারাদিন গণনা শেষে দান সিন্ধুক থেকে পেয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ৭ শত ৭৯ টাকা। এছাড়া স্বর্ণ, রুপাসহ বিদেশী মুদ্রা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, এসব অর্থ মসজিদ, মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদের দান বাক্সে চিঠি
পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, ৪ ঘণ্টায় গোনা হলো কত?
পাগলা মসজিদের দানবাক্সে এবার রেকর্ড ২৭ বস্তা টাকা
X
Fresh