• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক'রোনা: কুষ্টিয়া একদিনে মৃ'ত্যু রেকর্ড, অক্সিজেন সংকট

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ১৪:০৬
করোনা: কুষ্টিয়া একদিনে মৃত্যু রেকর্ড, অক্সিজেন সংকট
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই করোনা পজেটিভ ছিলেন। এর মধ্যে গত শুক্রবার (১৮ জুন) রাতে ৭ জন ও শনিবার (১৯ জুন) সকালে একজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১২ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, গতরাত ১২ টার (শুক্রবার) পর থেকে শনিবার সকাল পর্যন্ত ৭ জন মারা গেছে। আর সকালে মারা গেছে আরও একজন। এটি কুষ্টিয়া একদিনে এ যাবতকালের সব থেকে বেশি মৃত্যু।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেসব রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে সেসব রোগীর প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে।

গত ১০ দিনেই কুষ্টিয়া ৮৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৬ হাজার ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর অর্ধেকই কুষ্টিয়া শহরের। শেষ ১০ দিনে মারা গেছেন ২৮ জন। এ পর্যন্ত জেলায় ১৪৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

শহরে রোগী বাড়ার কারণ হিসেবে জেনারেল হাসপাতালকে অলিখিত হটস্পট ঘোষনা করে সেখানে আজ থেকে সাধারণের প্রবেশ বন্ধ করা হয়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
লালন স্মরণোৎসব আজ, থাকছে না মেলা
বিজ্ঞাপন দেখে মেডিকেলে ভর্তি, ৪২ শিক্ষার্থীর স্বপ্নপূরণ অনিশ্চিত
২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত
X
Fresh