• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইলে নিম্নাঞ্চল জুড়ে জলাবদ্ধতা

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ জুন ২০২১, ০৯:৪২
নড়াইলে নিম্নাঞ্চল জুড়ে জলাবদ্ধতা
নড়াইলে নিম্নাঞ্চল জুড়ে জলাবদ্ধতা

নড়াইলে অবিরাম বর্ষণে শহরের নিম্নাঞ্চল জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেন, নালা না থাকার ফলে এ জলাবদ্ধতা বাড়ছে। এতে বাড়িঘর জলমগ্ন হয়ে জনদুর্ভোগ পৌঁচেছে চরমে। পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। জেলার পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে জনদুর্ভোগ দূর করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এলাকাবাসী জানিয়েছে, আষাঢ়ের শুরু থেকে নড়াইলে বৃষ্টির আধিক্য দেখা দিলেও গতরাতে তা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে পৌরসভার মহিষখোলা, দূর্গাপুরসহ অন্যান্য এলাকা অপেক্ষাকৃত নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে যাওয়া পানিতে বাড়িঘর জলমগ্ন হয়ে পড়েছে। থেমে থেমে মুষলধারে বৃষ্টিতে নতুন নতুন বাড়িঘরে পানি ঢুকে পড়ছে।

জলাবদ্ধতা থেকে সহসা মুক্তির আশা নেই দেখে কেউ কেউ ইতোমধ্যে নিজের ঘরবাড়িছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। দুর্দশাগ্রস্ত মানুষজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন আশায় না থেকে জলাবদ্ধতা থেকে বাঁচতে স্বেচ্ছাশ্রমে পানি সরানো চেষ্টা চালাচ্ছে।

সদর পৌরসভা নড়াইলের প্যানেল মেয়র কাজী জহিরুল হক বলেন, জনগনের দুঃখ দুর্দশা লাগবে আমরা দ্রুত পদক্ষেপ নেব।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজট, ভোগান্তিতে রাজধানীবাসী
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য, সাংবাদিককে হত্যার হুমকি
X
Fresh