• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুন ২০২১, ১২:১৬
করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার (১৮ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালুকদার মো. শাহজাহান বলেন, নজরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে কালিহাতী পৌরসভার ২ নং ওয়ার্ডের সালেংকাতে তার বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কালিহাতী উপজেলা প্রশাসন তার বাসা লকডাউন করে দেওয়া হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

এদিকে টাঙ্গাইলে করোনা সংক্রমণের হার বেড়ে ৪৩.২৮ ভাগে দাঁড়িয়েছে। যা গতকাল ছিলো ৩৬.১০ ভাগ। ওই জেলায় গত ২৪ ঘন্টায় ৩৩৫ টি নমুনা পরীক্ষায় ১৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৭০ জনে। আর এ পর্যন্ত মারা গেছেন ৯৭ জন। বিধিনিষেধ চলমান থাকার পরও হাটবাজার ও শপিংমলগুলোতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে তাপমাত্রা ৪০ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন
দাঁড়িয়ে থাকা বাসে পিকআপের ধাক্কা, আহত ১০ 
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh