• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৩ পৌরসভা ও ১৪ ইউনিয়নে ভোট শুরু (ভিডিও)

আরটিভি অনলাইন রির্পোট

  ২৫ এপ্রিল ২০১৭, ০৯:৩৭

তিনটি পৌরসভা ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকাগুলোতে ভোটের আমেজ বিরাজ করছে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের পাশাপাশি কুমিল্লা সিটি করপোরেশনের দু’টি ওয়ার্ড, মেহেরপুর, সিলেটের বিয়ানীবাজার ও গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভায় ভোট চলছে।এছাড়া টাঙ্গাইলের ভুঞাপুর এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার দু’টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট চলছে।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৭২, সংরক্ষিত সদস্য পদে ১৩১ ও সাধারণ সদস্য পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের ১৩৫টি ভোটকেন্দ্রে ভোটার রয়েছেন ২ লাখ ৭২ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৮৮ এবং নারী ভোটার ১ লাখ ৩০ হাজার ৪৫২ জন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য আগে থেকেই নির্বাচনী এলাকায় র‌্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা মাঠে কাজ করছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh