• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভাসানচরের রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২১, ০৯:১৬
ভাসানচরের রোহিঙ্গা যুবক সুবর্ণচরে আটক
আটককৃত মো. ইলিয়াছ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা এক রোহিঙ্গা যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বুধবার (১৬ জুন) বিকেলে চরজব্বার থানায় তাকে সোপর্দ করা হয়।

আটককৃত মো. ইলিয়াছ (৩০) ভাসানচরের ৭৯ নম্বর ক্লাস্টারের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।

থানা সূত্রে জানা যায়, আটককৃত ইলিয়াছ দুই বিয়ে করেন। তার এক স্ত্রী ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন। আরেক স্ত্রী কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

বুধবার ভোরে ১০ হাজার টাকার বিনিময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনি দালালের মাধ্যমে মাছ ধরার নৌকায় কক্সবাজারের কুতুপালংয়ের উদ্দেশে রওনা করেন। দাদাল তাকে দুপুরের দিকে সুবর্ণচর উপজেলার বোয়ালখালী ঘাটে নামিয়ে দিয়ে ছিটকে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনকভাবে তাকে আটক করে পুলিশে দেন।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, স্থানীয়রা সকালে আটক করলেও বিকেলে তাকে থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার (১৭ জুন) ইলিয়াছকে নোয়াখালী আদালতে সোপর্দ করা হবে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
ভাসানচরের পথে আরও ১২৫০ জন রোহিঙ্গা
পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক
অপহরণের পর রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
X
Fresh