• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যশোরে আরও ৭ দিন বাড়ল লকডাউন, শনাক্তের হার ৪৯.২৭

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১২:২৭
যশোরে আরও ৭ দিন বাড়ল লকডাউন, শনাক্তের হার ৪৯.২৭
ফাইল ছবি

যশোরে কঠোর বিধি-নিষেধেও লাগাম টানা যাচ্ছে না করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ৪১৪ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৬ জুন) শনাক্তের হার ৪৯.২৭ শতাংশ। একই দিন করোনা উপসর্গ নিয়ে যশোর জেনারেল হাসপাতালে দু’জন মারা গেছেন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। যশোর ও অভয়নগর পৌরসভার সাথে যশোর সদরের চাঁচড়া, উপশহর, আরববপুর, নওয়াপাড়া ইউনিয়নসহ বেনাপোল, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বেশকিছু এলাকা নতুন করে এই বিধি-নিষেধের আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, আজ বুধবার থেকে জেলার অভ্যন্তরীণ সকল রুটে গণ-পরিবহণ বন্ধ থাকবে। কাঁচাবাজার, ফুল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে প্রশাসন তৎপর আছে। সার্বক্ষণিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh